মায়াবন বিহারিনী হরিণী লিরিক্স [ Mayabono Biharini Horini Lyrics ] – সোমলতা আচার্য্য চৌধুরী [ Somlata Acharyya Chowdhury ]

মায়াবন বিহারিনী হরিণী লিরিক্স [ Mayabono Biharini Horini Lyrics ] – “মায়াবোনো বিহারিণী হোরিণী” গানটি গেয়েছেন সোমলতা আচার্য্য চৌধুরী [ Somlata Acharyya Chowdhury ]।

 

মায়াবন বিহারিনী হরিণী লিরিক্স

 

মায়াবন বিহারিনী হরিণী লিরিক্স

 

মায়াবন বিহারীনি হরিনী,
গহন-স্বপন-সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারীনি।

থাক্‌ থাক্‌ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে (x2)
পরশ করিব ওর প্রাণমন অকারণ।
মায়াবন বিহারীনি।

চমকিবে ফাগুনেরও পবনে,
পশিবে আকাশবানী শ্রবণে
চমকিবে ফাগুনেরও পবনে
চিত্ত আকুল হবে অনুখন অকারণ।

দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব (x2)
বাঁধন-বিহীন সেই, যে বাঁধন অকারণ।

মায়াবন বিহারীনি,
মায়াবন বিহারীনি হরিনী,
গহন-স্বপন-সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে, করি পণ অকারণ
মায়াবন বিহারীনি।

 

সোমলতা আচার্য্য চৌধুরী 2 মায়াবন বিহারিনী হরিণী লিরিক্স [ Mayabono Biharini Horini Lyrics ] - সোমলতা আচার্য্য চৌধুরী [ Somlata Acharyya Chowdhury ]

 

Mayabono Biharini Horini Lyrics

Mayabono biharini horini
Gohono swapano sancharini
Mayabana biharini harini
Gahana shopno soncharini
Keno tare dhori bare koripon okaron
Mayabono bihorini..
Thak thak nijo mone durete
AMi sudhu banshoriro shurete
Porosho koribo or tanomon okaron
Mayabono biharini..

Chomokibe fagunero pobone
Poshibe akashbani shrobone
Chitto akulo hobe anukhon okaron

Dur hote ami tare sa-dhi-bo
Gopone biroho dore bandhibo
Bandhono bihino sei jei bandhon okaron

 

https://youtu.be/EoNue0kWscA

 

সোমলতা আচার্য্য চৌধুরী 3 মায়াবন বিহারিনী হরিণী লিরিক্স [ Mayabono Biharini Horini Lyrics ] - সোমলতা আচার্য্য চৌধুরী [ Somlata Acharyya Chowdhury ]

 

“সোমলতা আচার্য্য চৌধুরী [ Somlata Acharyya Chowdhury ]” নিয়ে বিস্তারিতঃ

সোমলতা আচার্য্য চৌধুরী (ইংরেজি:Somlata Acharyya Chowdhury) ভারতের পশ্চিমবঙ্গের একজন বাঙালি গায়িকা। তিনি টলিউড চলচ্চিত্রে নেপথ্য গায়িকা এবং এছাড়াও তার নিজের একক অ্যালবাম আছে। তিনি কলকাতার আশুতোষ কলেজে মনোবিজ্ঞান বিভাগে একজন গেস্ট লেকচারার হিসেবে শিক্ষকতা করছেন।

১১ই ফেব্রুয়ারি সোমলতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে একটি পূর্ববঙ্গীয় জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায় ছিল। তার পিতা শ্যামল আচার্য্য চৌধুরী ময়মনসিংহের মুক্তাগাছার আচার্য্য জমিদার পরিবারের বংশধর। তিনি নয় বছর বয়স থেকে পণ্ডিত বিরেশ রায় এর অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেন।

 

সোমলতা আচার্য্য চৌধুরী মায়াবন বিহারিনী হরিণী লিরিক্স [ Mayabono Biharini Horini Lyrics ] - সোমলতা আচার্য্য চৌধুরী [ Somlata Acharyya Chowdhury ]

 

গায়িকা হওয়া ছাড়াও তিনি একজন মনোবিদ।সোমলতা এবং তার ব্যান্ড সোমলতা এবং এসেস সঙ্গে মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনা করেন। সোমলতা ২০০৭ সালে পারফেক্ট ওমেন চলচ্চিত্রের জন্য তার প্রথম প্লেব্যাক করেছিলেন।

 

আরও দেখুনঃ