পরের জায়গা পরের জমিন লিরিক্স [ Porer Jayga Porer Jomin Lyrics ] – জলের গান ব্যান্ড [ Joler Gaan ] । আব্দুল আলিম [ Abdul Alim ]

পরের জায়গা পরের জমিন লিরিক্স [ Porer Jayga Porer Jomin Lyrics ] – “পোরের যায়গা পোরের জোমিন” জলের গান ব্যান্ড এর গান। এই গানটি মূলত গেয়েছেন কিংবদন্তি গায়ক আব্দুল আলিম। পরের জাগা পোরের জোমিন বাংলায় গানের কথা লিখেছেন আব্দুল লতিফ।

 

এমন যদি হত লিরিক্স-জলের গান ব্যান্ড-[Emon Jodi Hoto Lyrics-Joler Gaan Band]

 

পরের জায়গা পরের জমিন লিরিক্স

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
আমি পাইনা জমিদারের দেখা
পাইনা জমিদারের দেখা
আমি পাইনা জমিদারের দেখা,
মনের দুঃখ কারে কই
আমি মনের দুঃখ কারে কই।
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া
আমি চলি যে তার মন জোগাইয়া,
দাখিলায় মেলে না সই
তবু দাখিলায় মেলে না সই।
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
এমন যদি হত লিরিক্স-জলের গান ব্যান্ড-[Emon Jodi Hoto Lyrics-Joler Gaan Band]

Porer Jayga Porer Jomin Lyrics

Porer Jaiga Porer Jomin
Ghor baniya ami roi
Ami toh sei ghorer malik noi
Sei ghorkhana jar jomidari
Ami paina tahar hukumjari
Ami paina jomidarer dekha
Moner dukkho kare koi
Ami to sei ghorer malik noi
Jomidarer icchemoto dei na jomi chash
Taito fosol fole na re
Dukkho baromash
Ami khajnapati sobi dilam
Tobu jomin amar hoy je nilam
Ami choli je tar mon jogaiya
Dakhilay mele na soi
Porer Jaga Porer Jomin
Ghor bania ami roi
Ami to shei ghorer malik noi

 

এমন যদি হত লিরিক্স-জলের গান ব্যান্ড-[Emon Jodi Hoto Lyrics-Joler Gaan Band]

“জলের গান ব্যান্ড [ Joler Gaan ]”  নিয়ে বিস্তারিতঃ

 

জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে।
ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।
পরের জায়গা পরের জমিন লিরিক্স
২০০৬ সালে এই ব্যান্ড বিশ্ব সুফি উৎসব, গ্লাসগো, স্কটল্যান্ডে অংশ নেয়। সেসময় জলের গান স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় গান করেন। সেখানে তারা পৌরাণিক আধ্যাত্মিক গান করে। এডিনবার্গে স্কটল্যান্ডের জাতীয় জাদুঘরে তারা পারফর্ম করেছিলেন।

7 thoughts on “পরের জায়গা পরের জমিন লিরিক্স [ Porer Jayga Porer Jomin Lyrics ] – জলের গান ব্যান্ড [ Joler Gaan ] । আব্দুল আলিম [ Abdul Alim ]”

Leave a Comment