ও মেঘ ও মেঘ রে তুই লিরিক্স । O megh o megh re tui lyrics | Jisan khan shuvo

ও মেঘ ও মেঘ রে তুই লিরিক্স,

গানটি গেয়েছে জিসান খান শুভ।এ পর্যন্ত সাতটি গানের অফিশিয়াল ভিডিও প্রকাশ করেছেন জিসান খান শুভ। এর মধ্যে চারটিই ছাড়িয়েছে কোটি ভিউয়ার।

 

ও মেঘ ও মেঘ রে তুই লিরিক্স । O megh o megh re tui lyrics | Jisan khan shuvo

 

 

ও মেঘ ও মেঘ রে তুই লিরিক্স । o megh o megh re tui lyrics | jisan khan shuvo

ও মেঘ ও মেঘ রে তুই লিরিক্স

 

ও মেঘ, ও মেঘ রে তুই যা না উড়ে
আমার বন্ধু থাকে যে শহরে,
ও মেঘ, ও মেঘ রে তুই বলিস বন্ধুরে
আমি আজও ভালোবাসি যে তারে।

মেঘের সাথে মেঘের খেলা,
বন্ধু করলো অবহেলা,
বন্ধু আমার রইলো কোন দূরে
আমি আজও ভালোবাসি যে তারে,
আমি আজও ভালোবাসি যে তারে।

মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে..
রংধনু হয়ে আবার হাসে,
আমার দুঃখ গুলো আমায় নিয়ে..
সে মেঘের ভেলায় চড়ে ভাসে।

বৃষ্টি ঝরে অবেলা,
বন্ধু কোরলো অবহেলা
বন্ধু আমার রইলো কোন দূরে
আমি আজো ভালোবাসি যে তারে,
আমি আজো ভালোবাসি যে তারে।

ভাবনায় আদোরে তোকে খুঁজে ফিরে
বড্ডো ভীষণ করে আমার এই মন,
আকাশের নিলীমায় অনুভবে খুঁজে যাই
যখন খুঁজে না পাই হারিয়ে..
বৃষ্টি শেষে রোদ এলো,
আমি আজ এলোমেলো,
তুমি আছো বোলো কি করে?
আমি আজও ভালোবাসি যে তারে,
আজও ভালোবাসি যে তারে।

 

 

o megh o megh re tui lyrics english

O Megh re tui ja na ure
Amar bondhu thake je shohore
O Megh re tui bolis bondhure
Ami aajo bhalobashi je tare
Megher sathe megher khela
Bondhu korlo obohela
Bandhu amar roilo kon dure
Ami aajo valobasi je tare

 

ও মেঘ ও মেঘ রে তুই লিরিক্স । o megh o megh re tui lyrics | jisan khan shuvo

জিসান খান শুভ:

 

ম্যানচেস্টার ইউনাইটেড ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছিলেন জিসান। সেরা দশে ঠাঁই পেলে ইংল্যান্ডে যাওয়ার সুযোগ! বড় বড় ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষণের হাতছানি। এ জন্য ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে নামতে হবে। কিন্তু একমাত্র ছেলেকে চোখের আড়াল করতে চাননি জিসানের মা।বাবা এবং একমাত্র বোন মারা যাওয়ার পর জীবনের মোড় ঘুরে যায় জিসানের। চলে আসেন ঢাকায়।

শুরু করেন গান নিয়ে যাত্রা। “দেখলাম গান আমাকে আশ্রয় দিচ্ছে। বেঁচে থাকার জন্য ফুটবল ছেড়ে তাই গান বেছে নিই। দুটি ব্যান্ডও গড়ি। সেগুলো ভেঙে যাওয়ার পর সর্বশেষ গড়ি ‘ফানুস’। শুরুতে গান গেয়ে মোবাইলে ভিডিও করে ফানুসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতাম। সবার কাছ থেকে ইতিবাচক রেসপন্স পেতে লাগলাম। এরপর একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ডাক পাই”—বলছিলেন জিসান।

পেশাদার শিল্পী হিসেবে শুরুটা তার পরই। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এখন পর্যন্ত সাতটি গানের ভিডিও প্রকাশ পেয়েছে তাঁর। এর মধ্যে চারটিই ছাড়িয়েছে কোটি ভিউয়ার। শুরুটা ২০১৮ সালে ঈগল মিউজিকের ‘এক সুন্দরী মাইয়া’ দিয়ে। ইউটিউবে গানটির ভিউয়ার এখন প্রায় সাড়ে চার কোটি! এরপর ধ্রুব মিউজিক কটেজ থেকে আসে ‘বিষের ছুরি’। সেটির ভিউয়ার দুই কোটি ১৪ লাখের বেশি। একই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত ‘ভুলিনি তোমায়’-এর ভিউয়ার এক কোটি ৩৬ লাখের বেশি।

‘তোর মনের পিঞ্জিরায়’ স্টুডিও ভার্সন ভিডিও করে পান তিন কোটি ৭০ লাখ ভিউয়ার। এরপর ঈগল মিউজিক ভিডিও স্টেশন থেকে অফিশিয়াল ভিডিও প্রকাশ করেন। সেটির ভিউয়ার এখন দুই কোটি ২৫ লাখ। অন্য গানগুলো হলো—‘পিরিতের সাম্পান’, ‘খাড়ার ওপর মইরা যামু’ ও ‘মনেরই মোহনায়’।

আমি খুব সাধারণ মানুষ। গানের কথা-সুরও খুব সাধারণভাবে করার চেষ্টা করি। ভিডিওতেও সেটা ফুটিয়ে তুলি। শ্রোতারা হয়তো তাঁদের মনের চাওয়াটা আমার গানে খুজে পান। তাই এত পছন্দ করেন’— বলছিলেন জিসান। নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই গায়ক।

তবু পথেঘাটে ধরা পড়েন ভক্তদের কাছে, ‘একবার এক ভক্ত আমাকে চিনে ফেলে। জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমার গান শুনে নাকি তার মনের কষ্ট দূর হয়। ’ নিজের গানের কথা-সুর নিজেই করেন জিসান। গিটারও বাজান। বলেন, ‘চলতে-ফিরতে গানের কথা মনে এলে স্মার্টফোনের নোটপ্যাডে লিখে রাখি। কোনো সুর এলে সেটাও গুনগুন রেকর্ড করে ফেলি। পরে সেভাবে কথা সাজাই। ’

ও মেঘ ও মেঘ রে তুই লিরিক্স । o megh o megh re tui lyrics | jisan khan shuvo

 

আরও দেখুনঃ

Leave a Comment