ও আমার দেশের মাটি লিরিক্স | o amar desher mati lyrics | শ্রাবণী সেন | রবীন্দ্রনাথ ঠাকুর

ও আমার দেশের মাটি লিরিক্স | o amar desher mati lyrics | গানটি রবীন্দ্রনাথের খুব জনপ্রিয় একটি দেশাত্মবোধক গান। এটির রচনাকাল ১৯০৫ থ্রিস্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ)। গানটির স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরাণী। এই গানটি বঙ্গভঙ্গ রোধ আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল।

ও আমার দেশের মাটি লিরিক্স

গীতিকারঃ রবীন্দ্রনাথ-ঠাকুর 

ও আমার দেশের মাটি লিরিক্স | o amar desher mati lyrics | শ্রাবণী সেন | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ-ঠাকুর

ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

ওগো মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
ও মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।

আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

ও আমার দেশের মাটি লিরিক্স | o amar desher mati lyrics | শ্রাবণী সেন | রবীন্দ্রনাথ ঠাকুর

O Amar Desher Mati English Lyrics

O Amar Desher Mati
Tomar pore thekai matha
Tomate bisshomoyir
Tomate bissho-maayer achol pata
O Amar Deser Mati
Tomar pore thekai matha

Tumi mishecho mor deher shone
Tumi misecho mor praane mone
misecho mor praane mone
Tumi mishecho mor deher shone
Tomar oi shyamal boron
komol murti morme gatha
O Amar Deser Mati
Tomar pore thekai matha

Ogo maa tomar koley jonom amar
moron tomar buke
Ogo maa tomar koley jonom amar
moron tomar buke
Tomar pore khela amar dukkhe sukhe

Tumi onno mukhe tule dile
Tumi shitol jole juraile
onno mukhe tule dile
Tumi shitol jole juraile
Tumi je sokol soha,
sokol boha matar mata
O Amar Deser Mati
Tomar pore thekai matha

onek tomar kheyechhi go
onek niyechhi ma
o maa, onek tomar kheyechhi go
onek niyechhi ma
Tabu jaani ne je ki ba tomay diyechhi ma

Aamar janom gelo britha kaaje
Aami kaatanu din gharer maajhe
janom gelo britha kaaje
Aami kaatanu din gharer maajhe
Tumi britha aamay shokti dile shoktidaata
O Amar Deser Mati
Tomar pore thekai matha

O Amar Desher Mati
Tomar pore thekai matha
Tomate bisshomoyir
Tomate bissho-maayer achol pata
O Amar Deser Mati
Tomar pore thekai matha

ও আমার দেশের মাটি লিরিক্স | o amar desher mati lyrics | শ্রাবণী সেন | রবীন্দ্রনাথ ঠাকুর

 

রবীন্দ্রনাথ ঠাকুরঃরবীন্দ্রনাথ-ঠাকুর কলকাতারজোড়াসাঁকোঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭–১৯০৫) এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী (১৮২৬–১৮৭৫)। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা।

১৮৭৫ সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন। কিন্তু বিদ্যালয়-শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দবোধ করতেন রবীন্দ্রনাথ।

১৮৭৩ সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে।  এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই (অধুনা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত) ডালহৌসি শৈলশহরের নিকট বক্রোটায়। এখানকার বক্রোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন।

 

 

আরও দেখুনঃ 

33 thoughts on “ও আমার দেশের মাটি লিরিক্স | o amar desher mati lyrics | শ্রাবণী সেন | রবীন্দ্রনাথ ঠাকুর”

Leave a Comment