এমন জামা পরাইবে যে জামার [ Amon Jama Poraibo Je Jamar Nai Pocket ]

এমন জামা পরাইবে যে জামার
শাহ আলম সরকার

“এমন জামা পরাইবে যে জামার নাই পকেট” গানটি বাউল শিল্পী শাহ আলম সরকার গাওয়া একটি গান।

এমন জামা পরাইবে যে জামার [ Amon Jama Poraibo Je Jamar Nai Pocket ]

গীতিকারঃ শাহ আলম সরকার

এমন জামা পরাইবে যে জামার [ Amon Jama Poraibo Je Jamar Nai Pocket ]

কোটি টাকা পকেট ভইরা

সঙ্গে মানুষ নিবে মইরা কিনতে জান্নাতের টিকেট

এমন জামা পরাইবে যে জামার নাই পকেট ।।

 

একজন দর্জি আসিবে

এই দেহের মাপ নিবে

সেলাই ছাড়া  একটি জামা

তৈয়ার করিবে । ।

 

তারপরে গোসল করাইয়্যা

জামাটা দিবে পড়াইয়্যা ।।

খুলিয়া গায়ের জ্যাকেট

এমন জামা পরাইবে যে জামার নাই পকেট।।

এমন জামা পরাইবে যে জামার
শাহ আলম সরকার

একজন ইমাম আসিবে

মানুষ কাতার বাদিবে ।

সেজদা ছাড়া একটি নামাজ সবাই পড়িবে।

তখন সেজদা ছাড়া একটি নামাজ সবাই পড়িবে।

 

তুমি সেই মানুষ এর কান্ধে চইড়া

এই পৃথীবি যাইবা ছাইরা

সেই মানুষ এর কান্ধে চইড়া

এই পৃথীবি যাইবা ছাইরা।

পাইবা না বিমান রকেট

এমন জামা পরাইবে যে জামার নাই পকেট।।

 

একজন সয়াল আসিবে

ছাড়ের বাশ কাটিবে ।।

ভাই মাটি ছাড়া খুটি ছাড়া

মাটির একটা ঘর বানাবে

সেদিন খুটি ছাড়া মাটির একটা ঘর বানাবে ।।

 

সরকার শাহ্‌ আলম রে ঘরে থুইয়্যা দিয়া

শিহড়ে দিবা জ্বালায়া ।।

আগরবাতি দিবে এক প্যেকেট ।

কোটি টাকা পকেট ভইরা

সঙ্গে মানুষ নিবে মইরা কিনতে জান্নাতের টিকেট

এমন জামা পরাইবে যে জামার নাই পকেট ।।

শাহ্‌ আলম সরকারঃ

এমন জামা পরাইবে যে জামার
শাহ্‌ আলম সরকার

এমন জামা পরাইবে যে জামার এর গীতিকার শাহ আলম সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫। তিনি গ্রাম-গঞ্জ শহর নির্বিশেষে বাউল শিল্পী হিসেবে একজন জীবন্ত কিংবদন্তী ।

তিনি বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে জন্মেছিলেন ।

তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার । তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী । প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন । তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব“খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে।

ব্যক্তিগত জীবনে শাহ আলম সরকার বিবাহিত ও তিন সন্তানের জনক । তিনি গীতিকার হিসেবে ( রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড ) পুরস্কার পান ।

আরও দেখুনঃ

2 thoughts on “এমন জামা পরাইবে যে জামার [ Amon Jama Poraibo Je Jamar Nai Pocket ]”

Leave a Comment