একাকী গভীর রাতে লিরিক্স [ Ekaki Govir Raate Lyrics ] – আসিফ আকবর [ Asif Akbar ]

একাকী গভীর রাতে লিরিক্স [ Ekaki Govir Raate Lyrics ] – “একাকী গভীর রাতে” গানটি গেয়েছেন আসিফ আকবর [ Asif Akbar ]। সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ।

 

একাকী গভীর রাতে লিরিক্স [ Ekaki Govir Raate Lyrics ]
আসিফ আকবর [ Asif Akbar ]

একাকী গভীর রাতে লিরিক্স

 

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

হৃদয়ের আছে যত চাওয়া
চাইলেই হয়না তো পাওয়া
হৃদয়ের আছে যত চাওয়া
চাইলেই হয়না তো পাওয়া
সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে
পাইনা মনে শান্তনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

কখনো ফিরে কি পাবোনা
হারানো তোমার ঠিকানা
কখনো ফিরে কি পাবোনা
হারানো তোমার ঠিকানা
সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে
শেষ দেখা দেখে কি যাবেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

 

একাকী গভীর রাতে লিরিক্স [ Ekaki Govir Raate Lyrics ]
আসিফ আকবর [ Asif Akbar ]

Ekaki Govir Raate Lyrics

 

Akaki govir rate tomar kotha vebe
Kichute-i ghum chokhe ase na (2)
Jay koste bukta fete
Osru amar badha mane na (2)
Akaki govir rate tomar kotha vebe
Kichute-i ghum chokhe ase na
Jay koste bukta fete
Osru amar badha mane na (2)
Hridoye ache joto chawa
Chailei hoy na to pav (2)
Sarata hridoy jure sretira kede more
Paina mone santona

আসিফ আকবর (জন্ম: ২৫ মার্চ, ১৯৭২) বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৮ সাল)। ২০১৯ সালে ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে আসিফ এখন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। আসিফ কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন রণ এবং রুদ্র।

 

একাকী গভীর রাতে লিরিক্স [ Ekaki Govir Raate Lyrics ]
আসিফ আকবর [ Asif Akbar ]

 

Leave a Comment