একটাই তুমি লিরিক্স | Ektai Tumi Lyrics | Tahsan | Puja

একটাই তুমি লিরিক্স.  ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি।

তাহসান রহমান খান (জন্ম ১৮ অক্টোবর ১৯৭৯) যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।

 

একটাই তুমি লিরিক্স | Ektai Tumi Lyrics | Tahsan | Puja

 

একটাই তুমি লিরিক্স | Ektai Tumi Lyrics | Tahsan | Puja

Singer : Tahsan & Puja
Lyric : Shomeshwar Oli
Tune & Music: Sajid Sarker

একটাই তুমি লিরিক্স

অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে,
মুখে বলো না, কে তোমার অনুভবে এ..আমার চোখের মাঝে তুমি যে কালো
স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো,
আমি তোমাকে বেসেছি কত ভালো
ও প্রিয়..তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।দুচোখে সাজানো ঘুম
কেড়ে তো নিয়েছো,
রাতের মতো করে কাছে রয়েছো।
এ মনে রেখেছো হাত, কি যে মায়াতে,
সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে।তুমি শুধু যে আমারই থেকো
ও প্রিয় হো ..তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে,
মুখে বলো না, কে তোমার অনুভবে এ..

তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।

একটাই তুমি লিরিক্স | Ektai Tumi Lyrics | Tahsan | Puja

Ektai Tumi Lyrics In English

Obuj mone thikana tumi ki hobe
Mugdho amar preme joriye robe
Mukhe bolo na, ke tomar onuvobe
Amar chokher majhe Tumi je kalo
shopno vubon jure tomari aalo
Ami tomake besechi koto valo
O priyo
Tumi amar, Tumi amar
E sukhe hobe je moron
Beche achi e prithibi te
Ektai Tumi Je Karon..

একটাই তুমি লিরিক্স | Ektai Tumi Lyrics | Tahsan | Puja

ব্যক্তিগত জীবন

তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান।২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

শিক্ষাজীবন

তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে।১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।

 

একটাই তুমি লিরিক্স | Ektai Tumi Lyrics | Tahsan | Puja

 

পেশাজীবন

তাহসান ইউনিলিভারে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।

সংগীতচর্চা

তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড। বাংলামোটরে ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।

Leave a Comment