এই অবেলায় লিরিক্স – শিরোনামহীন [ Shironamhin – Ei Obelay Lyrics ]

এই অবেলায় – শিরোনামহীন [ Shironamhin – Ei obelay lyrics, Ei obelay lyrics by shironamhin ]। শিরোনামহীন ১৯৯৬ সালে গঠিত ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড। ১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকার আন্ডারগ্রাউন্ড সঙ্গীত থেকে উঠে এসে প্রোগ্রেসিভ রক, সাইকেডেলিক রক এবং লোক ধাঁচের সঙ্গীতের জন্য তারা খ্যাতি অর্জন করে। গানের দর্শন, সুর এবং জনবহুল সরাসরি পরিবেশনার জন্য দলটি বাংলা প্রোগ্রেসিভ রক ধারার শীর্ষস্থানীয় ব্যান্ডগুলির একটি হয়ে ওঠে।

এই অবেলায় - শিরোনামহীন [ Shironamhin – Ei Obelay Lyrics ]

এই অবেলায় লিরিক্স
=============

ব্যান্ড: শিরোনামহীন
কথা: জিয়াউর রহমান
সুর: কাজী শাফিন আহমেদ

=====================

আকাশে কখনো অনেক ফানুস একসাথে উড়তে দেখেছেন? কি ভাললাগে না দেখতে?
মনেহয় হাসিমুখে মানুষের Soul উড়ছে …………

=====================

এই অবেলায়, তোমারই আকাশে, নিরব আপোষে
ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়

কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়

সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন
প্রাণে চাপা ঢেউ, দেখেনি আর কেউ

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যদের গ্রুপ ছবি [ Shironamhin Band Members Group Photo ]
শিরোনামহীন [ Shironamhin ]

ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই

ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়

এই অবেলায়, তোমারই আকাশে, নিরব আপোষে
ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়

কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়

https://youtu.be/agYzgxruck0

 

এই অবেলায় কর্ড:

Ei Obelay Chords Strumming Shironamhin
Ei Obelay Strumming -(D-DU) OR (D-UDUD)
Strumming Pattern: D-UD-U-D

এই অবেলায় শিরোনামহীন

[Ei Obelay Chords]

[Dm]Ei [Am]obelay [G]tomari [Dm]akashe

[G]nirob [Dm] aposhe veshe[A] jay

[F ]Shei [C]vishon [G]shitol veja[Dm] chokh

[A# ] kokhono [G]dekhaini [Dm]tomay

 

[Dm]Keu [Am] kothao[G] valo nei [Dm]jeno sei

[G]kotokal ar[Dm] hate hat [A]obelay

[F ]Kotokal [C]ar vul [G]oboshonno[Dm] bikele

[A#] veja chokh [G]dekhaini [Dm]tomay

 

[Bridge]

[F ]Shei kobekar[C] violin, [A#] beje jay [G]kotodin

[F ]prane chapa[G] dheu, [A] dekheni [Dm]ar keu

 

[A#] kokhono oviman, [G]obaddho pichutan

[Dm]janina ki [Am]koshte [F ]ei obelay

[A#]tobuo nirbashon [G]bashor shajiye

[A#]thote chepe [A]dhora thak [Dm]valobashay

[Dm]Ghune khaoa meghe kalo [Am]hoye jay hridoy jokhon

[G]eka eka shudhu [A#]okaronei jhore[A] brishti emon

[Dm]ajo tai [F ]obak ronge eke jai

[G]shadakalo rong makha [Am] fanusher muhurto rangai

[Bridge]

[A#]vishon kalo megh [G] pure chai abege[Dm] ajo tai

[A#]obak jochonay [G] pora chokh [A] tobuo shajai

 

[Dm] Ei [Am] shondhay,[G]duchokh [Dm]shagore[G] buker [Dm]pajore

[A]veshe jay

[F ] obak[C] jochonay [G]lukiye [Dm]rekhechi

[A#]veja chokh [G] dekhaini[Dm] tomay

 

[Dm]Ei [Am]obelay[G] tomari [Dm]akashe

[G] nirob aposhe [Dm] veshe [A] jay

[F ] Shei [C]vishon [G] shitol veja[Dm] chokh

[A#]kokhono[G] dekhaini [Dm]tomay

 

[Dm]Keu [Am]kothao[G] valo nei[Dm] jeno sei

[G]kotokal ar [Dm] hatehat [A]obelay

[F ]Kotokal [C]ar vul [G]oboshonno [Dm]bikele

[A#] veja chokh [G]dekhaini [Dm] tomay

 

[ এই অবেলায় তোমারি আকাশে, ই অবেলায় লিরিক্স শিরোনামহী ]

 

এই অবেলায় : ২.৫ কোটি ভিউ

এই অবেলায় গায়ক শেখ ইশতিয়াক। শিরোনামহীনের গান ‘এই অবেলায়’। এটি কনসার্টে তুমুল জনপ্রিয়। নানা রকম ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে গানটির। এ গান দিয়ে প্রশংসায় ভেসেছেন জিয়া, ইস্তিয়াক, দিয়াত খান ও কাজী শাফিন আহমেদরা।

শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যদের গ্রুপ ছবি [ Shironamhin Band Members Group Photo ]
শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যদের গ্রুপ ছবি [ Shironamhin Band Members Group Photo ]

শিরোনামহীন ব্যান্ড:

শিরোনামহীন ১৯৯৬ সালে গঠিত ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড। ১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকার আন্ডারগ্রাউন্ড সঙ্গীত থেকে উঠে এসে প্রোগ্রেসিভ রক, সাইকেডেলিক রক এবং লোক ধাঁচের সঙ্গীতের জন্য তারা খ্যাতি অর্জন করে। গানের দর্শন, সুর এবং জনবহুল সরাসরি পরিবেশনার জন্য দলটি বাংলা প্রোগ্রেসিভ রক ধারার শীর্ষস্থানীয় ব্যান্ডগুলির একটি হয়ে ওঠে।

শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যদের গ্রুপ ছবি [ Shironamhin Band Members Group Photo ]
শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যদের গ্রুপ ছবি [ Shironamhin Band Members Group Photo ]
শিরোনামহীন ১৯৯৬ সালে স্থাপত্য প্রকৌশল শিক্ষার্থী জিয়াউর রহমান জিয়া (বেস), জুয়েল (গিটার) ও বুলবুল হাসান (কণ্ঠ)- এই তিনজন তরুণের সমন্বয়ে গঠিত হয়। ২০০২ সালে চতুর্থ সদস্য হিসেবে কণ্ঠশিল্পী তানজির তুহিন দলে যোগ দেন। জিয়া, ব্যান্ডের প্রাথমিক গীতিকার এবং ধারণাগত নেতা হয়ে ওঠে এবং ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবাম জাহাজী প্রকাশ করে। পরবর্তীতে তারা সমালোচনাপূর্ণ এবং বাণিজ্যিকভাবে সফল অ্যালবাম ইচ্ছে ঘুড়ি (২০০৬), বন্ধ জানালা (২০০৯), রবীন্দ্রনাথ (২০১০) এবং শিরোনামহীন (২০১৩) প্রকাশ করে। তাদের “হাসিমুখ” (২০০৪) গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তাদের জনপ্রিয় গানের মধ্যে “পাখি” ২০০৬ সালে সেরা গান বিভাগে সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার লাভ করে। ব্যান্ডটি এছাড়াও দুটি চলচ্চিত্রের স্কোর পরিচালনা করেছে।

শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যদের গ্রুপ ছবি [ Shironamhin Band Members Group Photo ]
শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যদের গ্রুপ ছবি [ Shironamhin Band Members Group Photo ]
ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্বের কারণে ২০১৭ সালে তুহিন শিরোনামহীন ত্যাগ করেন। পরবর্তীতে নতুন ভোকাল হিসেবে শেখ ইশতিয়াক ব্যান্ডে যোগ দেন। এরপর তারা “জাদুকর” (২০১৭), “বোহেমিয়ান” (২০১৮), “বারুদ সমুদ্র” (২০১৮), “এই অবেলায়” (২০১৯), “ক্যাফেটেরিয়া পেরিয়ে” (২০২০) গানগুলি প্রকাশ করে। ২০১০ সালে শিরোনামহীন ব্যান্ডের ওপর একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। ২০০৮ সালের ১ আগস্ট শিরোনামহীন বাংলাদেশ মিউজিকাল ব্যান্ড সমিতির (বামবা) সদস্যপদ লাভ করে।

আরও পড়ুন:

1 thought on “এই অবেলায় লিরিক্স – শিরোনামহীন [ Shironamhin – Ei Obelay Lyrics ]”

Leave a Comment