আমি আজ আকাশের মতো একেলা – মান্না দে, প্রভাস দে, শ্যামল গুপ্ত

আমি আজ আকাশের মতো একেলা গানটি মান্না দে’র একটি জনপ্রিয় গান। এই গানটি লিখেছিলেন গীতিকার শ্যামল গুপ্ত এবং সুর দিয়েছিলেন সুরকার : প্রভাস দে।

আমি আজ আকাশের মতো একেলা - মান্না দে, প্রভাস দে, শ্যামল গুপ্ত
মান্না দে [ Singer Padmabhushan Manna Dey, Prabodh Chandra Dey ]

আমি আজ আকাশের মতো একেলা

আমি আজ আকাশের মতো একেলা
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মতো একেলা
একেলা, একেলা।

সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আঁধার বীণায়
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা

দু’টি গান, দু’টি প্রাণ, দু’টি মন
এই নিয়ে দু’জনার এ ভুবন
দু’টি গান, দু’টি প্রাণ, দু’টি মন
এই নিয়ে দু’জনার এ ভুবন
এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা।

শ্যামল গুপ্ত, Shyamal Gupta
শ্যামল গুপ্ত, Shyamal Gupta

শ্যামল গুপ্ত:

বিংশ শতকের শেষার্ধের আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী। বিশ শতকের পাঁচের দশক থেকে সত্তর দশক অবধি বাংলা গানের জনপ্রিয় গীতিকার হিসেবে যাঁরা খ্যাতির মধ্যগগনে ছিলেন তিনি তাঁদের অন্যতম । সে সময়ের স্বর্ণযুগের আধুনিক বাংলা গান ছাড়াও আকাশবাণীর রম্যগীতি, রাগাশ্রয়ী গান, লঘুসংগীত এবং বাংলা ছায়াছবির অসংখ্য কালজয়ী গান রচনায় তিনি তার উজ্জ্বল প্রতিভার সাক্ষর রেখে গেছেন।

cropped Music Gurukul Logo আমি আজ আকাশের মতো একেলা - মান্না দে, প্রভাস দে, শ্যামল গুপ্ত

আরও দেখুন:

Leave a Comment