আমি আজীবন শুধু ভুল করে গেছি

আমি আজীবন শুধু ভুল করে গেছি – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়

আমি আজীবন শুধু ভুল করে গেছি…।

আমি আজীবন শুধু ভুল করে গেছি
রাত্রির কাছে সূর্য্য চেয়েছি
লেখা স্বরলিপি আশা করে গেছি
স্বপ্নবীনার কাছে … হায়রে
হৃদয় চেয়েছি … তোমার মতোন হৃদয়হীনার কাছে
হায়রে হায়… হৃদয়হীনার কাছে …

যোগ্য শাস্তি তাই… হাতে হাতে পেয়েছি…
যোগ্য শাস্তি তাই… হাতে হাতে পেয়েছি

গানের বদলে আমি বুকের ব্যথাই গেয়েছি
তুমি আসরে আমার আসোনি কখনো…
তুমি আসরে আমার আসোনি কখনো
সেই গান শুনে ফেলো পাছে… হায়রে
হৃদয় চেয়েছি … তোমার মতোন হৃদয়হীনার কাছে
হায়রে হায়… হৃদয়হীনার কাছে …।

তোমার ছবি তবু মনে মনে এঁকেছি …
তোমার ছবি তবু মনে মনে এঁকেছি
সুন্দর ঐ মুখ প্রাণ ভরে দেখেছি-
কতো অ-করুণ হাসি অপরূপ হয়ে…
কতো অ-করুণ হাসি অপরূপ হয়ে
ঐ মুখে আজো লেগে আছে – হায়রে
হৃদয় চেয়েছি … তোমার মতোন হৃদয়হীনার কাছে
হায়রে হায়… হৃদয়হীনার কাছে …।

আমি আজীবন শুধু ভুল করে গেছি…।

 

আরও দেখুন:

 

Leave a Comment