![ঢাক বাজা কাসর বাজা লিরিক্স [ Dhak Baja Kashor Baja Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal 1 চল রাস্তায় সাজি লিরিক্স [ Chol Rastay Saji Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal](https://www.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-2022-06-26T045045.527-740x414.png)
ঢাক বাজা কাসর বাজা লিরিক্স [ Dhak Baja Kashor Baja Lyrics ]
শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal
শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন।
হিন্দি ভাষা ছাড়াতিনিবাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।
ঢাক বাজা কাসর বাজা লিরিক্স [ Dhak Baja Kashor Baja Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal
ঢাক বাজা কাসর বাজা লিরিক্স
ঢাক বাজা কাঁসর বাজা
উলু দে আর শাঁখ বাজা
বছর পরে আবার এল মা যে
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ায় খুশীতে মন নাচে
এলো এলো এলো এলো মা, দূর্গা মা
আরে এলো এলো এলো মা, দূর্গা মা (x2)
বলো দূর্গা মায় কি, জয়
বলো দূর্গা মায় কি, জয়
আরে বলো দূর্গা মায় কি, জয়।
মা.. তুমি যে মা..
তোমার স্নেহ মায়ার নেই তুলনা
ও.. আজ সপ্তমীতে,
তোমারি আসনে দিলাম এ আল্পনা
নতুন জামা নতুন শাড়ি
ঘরের পূজো বারোয়ারি
সব কিছুতে প্রেম জড়িয়ে আছে।
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ায় খুশীতে মন নাচে।
এলো এলো এলো মা, দূর্গা মা
আরে এলো এলো এলো মা, দূর্গা মা।
মা.. ও দূর্গা মা..
জানি তোমার নামের কি মহিমা
ও ও আজ অষ্টমীতে
ওই রাঙা চরণে দিলাম অঞ্জলি মা
নবমীতে ভোগ প্রসাদ
দশমীতে মন বিষাদ
বিসর্জনের সময় এলে কাছে।
পূজো পূজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ার খুশিতে মন নাচে
এলো এলো এলো মা,দূর্গা মা
আরে এলো এলো এলো মা,দূর্গা মা
বলো দূর্গা মায় কি, জয়
বলো দূর্গা মায় কি, জয়
আরে বলো দূর্গা মায় কি, জয়।
Dhak Baja Kashor Baja Lyrics
Dhak Baja Kashor Baja
Ulu de ar sakh baaja
Bochor pore abar elo maa je
Pujo ujo gondho niiye
Notun gaaner chonddo niye
Sharodiyay khushi-te mon naache
Elo elo elo elo maa, Durga maa
Are Elo elo elo elo maa,
Durga maa
Bolo Durga Maiki, Joy..
Maa tumi je maa
Tomar sneho mayar nei tulona
O.. aaj Shoptomi-te
Tomari ashone dilam e alpona
Notun jama notun shaari
Ghorer pujo baroaari
Shob kichute prem joriye ache
ঢাক বাজা কাসর বাজা লিরিক্স [ Dhak Baja Kashor Baja Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal
আরও দেখুনঃ
মধু কই কই লিরিক্স [ Modhu Koi Koi lyrics ] । সন্দীপন । sondipon
তোর মন খারাপের দেশে লিরিক্স-ইমরান মাহমুদুল-[Tor Mon Kharaper Deshe lyrics- Imran Mahmudul]
সেই রেল লাইনের ধারে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Shei Rail Liner Dhare lyrics-Sabina Yasmin]
আছেন আমার মুক্তার লিরিক্স [ Achen Amar Moktar Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi
কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে লিরিক্স-জেমস-[Kobita tumi shopnocharini hoye lyrics-James]