ছেলে আমার বড় হবে লিরিক্স,
ছেলে আমার বড় হবে গানটি গেয়েছেন জেমস। তিনি রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন।
ছেলে আমার বড় হবে লিরিক্স | Chele amar boro hobe lyrics | James
![ছেলে আমার বড় হবে লিরিক্স | Chele amar boro hobe lyrics | James 1 মা [ Maa ]ছেলে আমার বড় হবে লিরিক্স | chele amar boro hobe lyrics | james](https://musicgoln.com/wp-content/uploads/2022/02/image-471560-1633159876-300x169.jpg)
ছেলে আমার বড় হবে লিরিক্স
ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক,
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত, ও খোকা
যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা ?
এতো রক্তের সাখে রক্তের টান,
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক
কোথায় আমার ওরে বুকে আয়॥
চশমাটা তেমনি আছে,
আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজি-চেয়ারটাও আছে, নেই সেখানে
অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি,
ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া
পবিত্র কোরআনের বানী।
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক
কোথায় আমার ওরে বুকে আয়॥
chele amar boro hobe lyrics in english
Chele amar boro hobe
Maa-ke bolto se kotha
Hobe manusher moto manush ek
lekha itihasher patay
Nij-haate khete partam na
Baba bolto – O Khoka
Jokhon ami thakbo na Ki korbi re boka?
A to rokter shate rokter taan
sharther onek urdhey
Hotath ojana jhore tomay haralam
mathay akash bhenge porlo
Baba koto din, koto din dekhi na tomay
keu bolena tomar moto
Kothay khoka ore buke aay
Baba koto raat, koto raat dekhi na tomay
keu bolena manik kothay amar ore buke aay
Chosmata temoni ache
Ache lathi o panjabi tomar
Easy chair-ta o ache
nei shekane olosh deho sudhu tomar
Ajaner dhoni aajo shuni
Vangbe na bhore ghum jani
Sudhu shuni na tomar sei
doraj konthey pora pobitro Kuran-er bani.
জেমস:
জেমস ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা “বিগ থ্রি অফ রক” এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়।[৭] তাকে প্রায়শই “গুরু” নামে অভিহিত করা হয়।
জেমস ব্যান্ডের পাশাপাশি “অনন্যা” (১৯৮৯), “পালাবে কোথায়?” (১৯৯৫), “দুঃখিনি দুঃখ করোনা” (১৯৯৭), “ঠিক আছে বন্ধু” (১৯৯৯) এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে তার সোলো ক্যারিয়ারও (একক কর্মজীবন) এগিয়ে নিয়ে যান। তিনি বলিউডের চারটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেন, এগুলো গ্যাংস্টার (২০০৬), ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ… মেট্রো (২০০৭), ওয়ার্নিং (২০১৩)।
জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে।[১১] তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন।
সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কন্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।
আরও দেখুনঃ
- শ্রাবনের মেঘগুলো লিরিক্স [ Sraboner Megh Gulo Lyrics ] । ডিফারেন্ট টাচ । Different Touch। মেজবাহ
- কি আর হবে লিরিক্স [ Ki R Hobe Lyrics ] । Ashes । জুনায়েদ ইভান । Zunayed Evan
- সদর ঘাটে যাইও না লিরিক্স [ Shodor Ghate Jaiyo Na Lyrics ] । Sujon Raja & Priti Kheyali
- আমায় দুনিয়া লিরিক্স [ Amay Duniya Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa
- ফকির খোন্দকার পাঞ্জু শাহের পদাবলী : ২য় পর্ব