![কেমন আছো লিরিক্স [ Kemon Acho Lyrics ] । অ্যাশেজ । Ashes । জুনায়েদ ইভান । Zunayed Evan 1 কেমন আছো লিরিক্স [ Kemon Acho Lyrics ] । অ্যাশেজ । Ashes । জুনায়েদ ইভান । Zunayed Evan](https://www.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-2022-06-26T051410.094-740x414.png)
কেমন আছো লিরিক্স [ Kemon Acho Lyrics ]
Ashes
Zunayed Evan
কেমন আছো লিরিক্স [ Kemon Acho Lyrics ] । অ্যাশেজ । Ashes । জুনায়েদ ইভান । Zunayed Evan
কেমন আছো লিরিক্স
কেমন আছো কোথায়?
মনে কি রবে?
নেশা লাগে ঠোঁটে
নিশানা চোখে
কী দিয়ে যে তারে
বোঝাবো আমায়?
কোন আকাশে সে
ডানা মেলে উড়ে
এই ভাবে আমার
মেট্রো জীবন
কোন রকমের এক
হলুদের রঙ
কত গাড়ি চলে যায়
দূরবীনে বাড়ি
জানালাতে চোখ
মুছে দেবে কি?
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
কোন দেশে থাকে সে?
কোন দেশে ঘুম?
নিংড়ে যাব আমি, নিংড়ে তুমি
কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়!
এশট্রের ফাঁকে স্বপ্ন দেখা
কত দিনের এ ব্যথা বোঝাবো কারে?
কত ব্যথা সয়ে যায়, সয়ে যেতে হয়!
কী নামে ডাকি তারে?
কী হাতে ধরি?
কী মায়া চোখে আহা!
হয়ে যাব শেষ
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
ছাড়তে পারি না রে!
সইতে পারি না রে!
কাঁদতে পারি না রে..
Kemon Acho Lyrics
kemon acho kothay
mone ki robe ?
nesha lage thote
nishana cokhe
ki diye je tare
bojhabo amay ?
kon akashe se
dana mele ure
ei vabe amar
metro jibon
kono rokomer ek
holuder rong
koto gari cole zay
durbine bari
janalate cokh muche debe ki ?
charte parina , dhorte pari na
soite parina, badhte pari na
kon deshe thake se
kon deshe ghum
ningre jabo ami, ningre tumi
koto neshar e jibon dhoyay dhoyay
eshtrer fake sopno dekha
koto diner e betha bojhabo kare ?
koto betha soye zay, soye jete hoy.
ki name daki tare
ki hate dhori ?
ki maya cokhe aha
hoye jabo sesh
charte pari na, dhorte pari na
soite pari na, badhte pari na
charte pari na re
soite pari na re
kadte pari na re….
কেমন আছো লিরিক্স [ Kemon Acho Lyrics ] । অ্যাশেজ । Ashes । জুনায়েদ ইভান । Zunayed Evan
আরও দেখুনঃ
ও টুনির মা লিরিক্স-প্রমিত-[O Tunir maa lyrics-Promit]
ওরে গৃহবাসী লিরিক্স-রবীন্দ্রনাথ ঠাকুর-[Ore grihabasi lyrics-Rabindranath Tagore]
ওরা মনের গোপন চেনে না লিরিক্স-অনুপম রায়-[Ora moner gopon chene na lyrics-Anupam Roy]
তাকে অল্প কাছে ডাকছি লিরিক্স-মাহতিম সাকিব-[Takey Olpo Kachhe Dakchhi Lyrics-Mahtim Shakib]
আমায় অন্ধ করে দাও লিরিক্স-দেবদীপ মুখোপাধ্যায়-[Amay ondho kore dao lyrics-Debdeep Mukhopadhyay]