কিরানা ঘরানা [ Kirana Gharana ] : বিখ্যাত বীণাশিল্পী ওস্তাদ বন্দে আলী খাঁ হলেন ‘কিরানা ঘরানা’র প্রবর্তক। ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকে তাঁর জন্ম হয় বলে অনেক সংগীতগুণীজন মনে করেন। এই ঘরানাকে সমৃদ্ধ ও জনপ্রিয় করে তোলেন খ্যাতনামা সংগীতজ্ঞ ওস্তাদ আব্দুল করিম খাঁ এবং ওস্তাদ আব্দুল বদিদ খাঁ। কিরানা ঘরানার অন্যতম শিল্পী ছিলেন ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের তিন খ্যাতিমান সহোদর আব্দুল হক, আব্দুল গনি ও আব্দুল মজিদ খাঁ। ওস্তাদ আব্দুল করিম খাঁর শিষ্য সওয়াই গন্ধর্ভ ও সুরেশ বাবু এই ঘরানার গায়ক হিসেবে অসামান্য সুখ্যাতি অর্জন করেছিলেন।
কিরানা ঘরানার বৈশিষ্ট্য [ Speciality of Kirana Gharana ] :
- রাগ-রূপ বিস্তারে অসামান্য দক্ষতা ও বৈশিষ্ট্যপূর্ণ ঠুংরি গায়ন
- মনোরঞ্জক ‘সরগ’-এর প্রয়োগ
- রাগের ভাবমূর্তি প্রতিষ্ঠা তথা প্রাণসঞ্চারে বিশেষ প্রবণতা
- সুষম লয় ও পরিচ্ছন্ন বিস্তার
- তিন সপ্তকেই সহজ যাতায়াত।
আরও দেখুন:
গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা [ সঙ্গীতের ঘরানা ] Vocal Gharana of Music