আজ জন্মদিন তোমার লিরিক্স [ Aj Jonmodin Tomar Lyrics ] – মাইলস ব্যান্ড [ Miles Band ]

আজ জন্মদিন তোমার লিরিক্স [ Aj Jonmodin Tomar Lyrics ] – “আজ জন্মদিন তোমার” জনপ্রিয় এই গানটি বিখ্যাত বাংলাদেশি ব্যান্ড “মাইলস [ Miles ]” এর।

 

আজ জন্মদিন তোমার লিরিক্স [ Aj Jonmodin Tomar Lyrics ] - মাইলস ব্যান্ড [ Miles Band ]
আজ জন্মদিন তোমার লিরিক্স [ Aj Jonmodin Tomar Lyrics ] – মাইলস ব্যান্ড [ Miles Band ]

আজ জন্মদিন তোমার লিরিক্স

আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়

তুমি এইদিনে পৃথিবীতে এসেছ
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছ্বল দিন কামনায় আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অগনন স্নিগ্ধ বিকেল
ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত করো পৃথিবীকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

 

আজ জন্মদিন তোমার লিরিক্স [ Aj Jonmodin Tomar Lyrics ] - মাইলস ব্যান্ড [ Miles Band ]

 

Aj Jonmodin Tomar Lyrics

Ajker akashe onek tara
Din chilo surje vora
Ajker jochonata aro sundor
Sondha ta agun laga

Ajker prithibi tomar jonno
Vore thaka valo lagay
Mukhorito hobe din gaan a gaane
Aagamir somvabonay

Tumi ei din a prithibi te eshecho
suvecha tomay
Tai onagoto kkhon hok aro sundor
ujjol din kamonay aj jonmo din tomar

Tomar jonnno ei rodela shopno sokal
Tomar jonno hase ogonon snigdho bikel
Valobasa niye nije tumi
Valobaso sob sristi ke

Tumi ei din a prithibi te eshecho
suvecha tomay
Tai onagoto kkhon hok aro sundor
ujjol din kamonay aj jonmo din tomar

Tomar jonno fote prithibir sob golap
Tomar jonno ei kobita noy se prolap
Alokito hoye nije tumi
Alokito koro prithibike

Tumi ei din a prithibi te eshecho
suvecha tomay
Tai onagoto kkhon hok aro sundor
ujjol din kamonay aj jonmo din tomar

 

 

আজ জন্মদিন তোমার লিরিক্স [ Aj Jonmodin Tomar Lyrics ] - মাইলস ব্যান্ড [ Miles Band ]
আজ জন্মদিন তোমার লিরিক্স [ Aj Jonmodin Tomar Lyrics ] – মাইলস ব্যান্ড [ Miles Band ]

মাইলস ব্যান্ড [ Miles Band ]ঃ মাইলস‌ বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড। মাইল্‌স্‌ এর জন্ম ১৯৭৯ সালে। এসময় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে সপ্তাহে ৫ দিন বাজাতো। এতে তারা সন্তুষ্ট ছিল, কিন্তু তারা তাদের প্রথম বাংলা মিউজিক অ্যালবাম বের করার পরপর-ই জনপ্রিয় হয়ে যায়। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তারা সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে বাজিয়েছিল। মাইলসের সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের বাবা কমল দাশগুপ্ত আর মা ফিরোজা বেগম। ব্যান্ডটি ডিপ পার্পল, সান্তানা, পিংক ফ্লয়েড এবং বিটল্‌স ব্যান্ডের সংগীতের দ্বারা প্রভাবিত।

বাংলাদেশ টেলিভিশনে মাইল্‌স্‌ হিসেবে তাদের প্রথম অংশগ্রহণ ১৯৮২ সালে। ঐ বছরই মাইল্‌স্‌ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫০০ সংগীত পিপাসু দর্শকের সামনে তাদের প্রথম সরাসরি কনসার্ট অনুষ্ঠিত করে। ১৯৮২ সালে তারা তাদের প্রথম অ্যালবাম বের করে ইংরেজি ভাষায়। তাছাড়া তাদের প্রথম অ্যালবামটিও ছিল ইংরেজিতে। ঐ সময় কিছু লোক বলেছিল যে, মাইলস বাংলা গান রচনা করতে পারে না, তার পরই মাইলস তাদের প্রথম বাংলা মিউজিক অ্যালবাম বের করে, অ্যালবামটির নাম “প্রতিশ্রুতি”। এর ভেতর “চাঁদ তারা” গানটি খুব জনপ্রিয় হয়েছিল।

 

ফিরিয়ে দাও লিরিক্স | firiye dao lyrics | প্রত্যাশা | মাইলস

 

তাছাড়া বাকি গানগুলোও জনপ্রিয় হয়েছিল। ১৯৯৩ সালে তারা তাদের চতুর্থ মিউজিক (দ্বিতীয় বাংলা মিউজিক) অ্যালবাম “প্রত্যাশা” বের করে, যা বিস্ময়কর সাফল্য অর্জন করে। “প্রত্যাশা” অ্যালবামটি বের হওয়ার কয়েক মাসের ভেতরেই তিন লক্ষ কপি বিক্রি হয়। “প্রত্যাশা” এখনও এই দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিউজিক অ্যালবাম।। মাইল্‌স্‌-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ফরিদ রশিদ যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন।

 

আরও দেখুনঃ