আজ আবার সেই পথে দেখা হয়ে গেল – পুলক বন্দোপাধ্যায়, মান্না দে

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল – গানটি লিখেছেন গীতিকার পুলক বন্দোপাধ্যায়। গানটি সুর করেছেন এবং কণ্ঠ্য দিয়েছেন মান্না দে। গানটি এখনো অনেক শ্রোতা বারবার শুনে থাকেন।

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল - পুলক বন্দোপাধ্যায়, মান্না দে

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।

ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।

জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।

বেহাগ যদি না হয় রাজী
পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে

পুলক বন্দ্যোপাধ্যায়:

পুলক বন্দ্যোপাধ্যায় প্রথিতযশা ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার ছিলেন। এছাড়াও, বাংলা চলচ্চিত্র জগতে তার ভূমিকা অপরিসীম ছিল। পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হাওড়ার সালকিয়ায়। পিতা নির্বাকযুগের অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের শৈশবকাল কাটে হাওড়ায়। সেখানকার অ্যাংলো সান্সক্রিট স্কুলের ছাত্র ছিলেন তিনি। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বি.এ.পাশ করেন। তার পরিবারের শিল্পধর্মী কর্মকাণ্ডের সাথে শৈশবেই নিবিড় সম্পর্ক ছিল। নাটক, সাহিত্য ও সঙ্গীতকলায় তার আত্মিক সম্পর্ক ছিল। মাত্র সতেরো বছর বয়সে চলচ্চিত্র পরিচালক সরোজ মুখোপাধ্যায়ের ‘অভিমান’ ছবিতে প্রথম গান লেখেন।

Music GOLNLogo 350X70 02 আজ আবার সেই পথে দেখা হয়ে গেল - পুলক বন্দোপাধ্যায়, মান্না দে

 

আরও দেখুন:

1 thought on “আজ আবার সেই পথে দেখা হয়ে গেল – পুলক বন্দোপাধ্যায়, মান্না দে”

Leave a Comment